অন্তর্বাস চুরির অভিযোগে মন্দির থেকে বহিষ্কার বৌদ্ধ সন্ন্যাসী
বাইরে শুকাতে দেয়া অন্তর্বাস ব্যাগে পুরে পালিয়ে যাচ্ছেন এক বৌদ্ধ সন্ন্যাসী। এমন দৃশ্যই ধরা পড়েছে সিসিটিভিতে। থাইল্যান্ডের সুফাবুরিতে ধরা পড়েছে এই দৃশ্য। আর সেই দৃশ্য ধরা পড়ার পরই বৌদ্ধ মন্দির থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।
এলাকার এক বাসিন্দা কিত্তিসক খাজোরনেতিখুন জানান, একদিন তার স্ত্রী ও মেয়ের অন্তর্বাস শুকাতে দেয়া ছিল। সন্ধ্যায় দেখেন নেই। পরে সিসিটিভি চেক করতে গিয়ে তিনি দেখেন, এক সন্ন্যাসী সেগুলো নিয়ে পালাচ্ছেন। পরে তিনি পুলিশকে খবর দেন। ওই সন্ন্যাসীকে পুলিশ আটক করে। এই খবর প্রকাশ্যে আসার পরই ও সন্ন্যাসীকে বহিষ্কার করা হয়।
ওই সন্ন্যাসী জেরায় জানিয়েছেন, তিনি নাকি সম্প্রতি প্রেসক্রিপশনে থাকা ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছেন। আর সেইজন্যই এরকম অদ্ভুত ব্যবহার করছেন। কলকাতা২৪x৭