অশান্ত পাহাড়ে বিনা রক্তপাতে শান্তি ফিরিয়ে এনে বিশ্বে এক অনন্য নজির সৃষ্টি করেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা
অশান্ত পাহাড়ে বিনা রক্তপাতে শান্তি ফিরিয়ে এনে বিশ্বে এক অনন্য নজির সৃষ্টি করেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রি শেখ হাসিনা।
তাঁর প্রধানমন্ত্রিত্বের প্রথম মেয়াদে ২ ডিসেম্বর ১৯৯৭, প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঐতিহাসিক শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক জাতীয় কমিটির আবুল হাসানাত আবদুল্লাহ এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সন্তু লারমা।
পরে চট্টগ্রামে সন্তু লারমাসহ জনসংহতি সমিতির সদস্যদের অস্ত্রসমর্পণ শেষে
শান্তির প্রতীক পায়রা ওড়ান বঙ্গবন্ধুকন্যা।
পাহাড়ি-বাঙালি সংঘাতের জেরে হাজার হাজার প্রাণহানির ঘটনা ঘটেছিল। কিন্তু রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দূরদর্শিতায় বিনা রক্তপাতে দীর্ঘদিনের এই বিরোধের অবসান ঘটে। অশান্ত পাহাড়ে বইতে শুরু করে শান্তির সুবাতাস।
………………
বঙ্গবন্ধুকন্যার এমনই সব দুর্লভ মুহূর্তের সম্ভার আর তাঁর সংগ্রাম-সাফল্যে বদলে যাওয়া বাংলাদেশের ইতিবৃত্ত নিয়ে জয়ীতা প্রকাশনীর নতুন গ্রন্থের কাজ চলছে।