আইইবি নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের প্যানেল জয়ী
প্রকৌশলীদের শীর্ষ সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)-এর নির্বাচনে মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ‘বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ’ মনোনীত প্রকৌশলী মো. কবীর আহমেদ ভূঞা ও প্রকৌশলী মো. আবদুস সবুরের নেতৃত্বাধীন প্যানেল বিজয়ী হয়েছে। গত ৩ সেপ্টেম্বরের নির্বাচনে কেন্দ্রীয় কার্যকরী কমিটির প্রেসিডেন্ট প্রকৌশলী মো. কবীর আহমেদ ভূঞা, সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর, চারজন ভাইস প্রেসিডেন্ট যথাক্রমেÑ খন্দকার মঞ্জুর মোর্শেদ, মো. সাহাদাত হোসেন শেলী, মো. নুরুজ্জামান, মো. আতাউল মাহমুদ ও চারজন সহকারী সম্মানী সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন শীবলু, এসএম মঞ্জুরুল হক মঞ্জু, মোজাম্মেল হক ও মো. মামুনুর রশিদসহ ১০টি পদের ১০টিতেই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রকৌশলীদের প্যানেল বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। আইইবির ইতিহাসে এমন নিরঙ্কুশ বিজয় ইতোপূর্বে কখনও হয়নি।
এ ছাড়া ঢাকা সেন্টারের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মিয়া, কাজী খাইরুল বাশার, সেক্রেটারি আমিনুর রশিদ চৌধুরী মাসুদ এবং কাউন্সিল মেম্বারের ৩০টি পদের মধ্যে ২৭টিতে মুক্তিযুদ্ধের পক্ষের চেতনায় বিশ্বাসী প্যানেল জয়লাভ করে। এ ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনাসহ সারাদেশের সব সাব-সেন্টারেও এই প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করেছে।
নবনির্বাচিত কমিটির সদস্যদের বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের পক্ষ থেকে ওই দিন সন্ধ্যায় সংবর্ধনা দেওয়া হয়।