আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হলেন যে ৪ নেতা
আওয়ামী লীগের ২১তম কাউন্সিল অধিবেশনে যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন ৪ জন। তারা হলেন- মাহবুবুল আলম হানিফ, দীপু মনি, হাছান মাহমুদ ও বাহাউদ্দিন নাছিম।
সম্মেলনে সাংগঠনিক সম্পাদক হিসেবে ৫ জনের নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন- আহমদ হোসেন, মোজাম্মেল, মির্জা আজম, এসএম কামাল, আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
আর আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।
উল্লেখ্য, গতকাল শুক্রবার বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২১ তম জাতিয় সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের প্রথম পর্ব শেষ হওয়ায় সবার দৃষ্টি ছিল আজকের দ্বিতীয় কাউন্সিল অধিবেশনের দিকে। এই অধিবেশনে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।