আওয়ামী লীগে শোকের ছায়া
নিজস্ব প্রতিবেদক
মোহাম্মদ নাসিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে আওয়ামী লীগে শোকের ছায়া নেমে আসে। দলের সিনিয়র থেকে শুরু করে সকল স্তরের নেতা-কর্মীরা শোকে মূহ্যমান হয়ে পড়েন।
মোহাম্মদ নাসিম অসময়ে চলে গেলেন উল্লেখ করে আওয়ামী লীগের অন্যতম নেতা তোফায়েল আহমেদ বলেন যে, তার থাকাটা দরকার ছিল। গণতন্ত্রের এবং মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে একজন সাহসী যোদ্ধা আমরা হারালাম।
আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য আমির হোসেন আমুও মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর ছোক প্রকাশ করেন। তিনি বলেন যে, তার এভাবে চলে যাওয়া আমাদের রাজনীতির জন্য অপূরনীয় ক্ষতি।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক আবেগাপ্লুত হয়ে বলেন, মোহাম্মদ নাসিম ছিলেন রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র। তার বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতি এবং মুক্তিযুদ্ধের চেতনা এবং অসাম্প্রদায়িক রাজনীতিতে সংকট তৈরি হবে।
এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।