আগুন ঝরা মার্চ
আগুন ঝরা মার্চ এলো
বজ্রকন্ঠের হুঙ্কারে
পড়লো সাড়া জাগলোপাড়া
বঙ্গবন্ধু ঘরে ঘরে।
রেডিও টিভি মোবাইলে
বঙ্গবন্ধুর ভাষণ
চলছে বেজে সারা দেশে
উত্তেজিত জনগন।
সামনে আছে সাত মার্চ
অনেক কথায় মনে হয়
যাদের সাথে ছিলাম সেদিন
আজকে তারা কে কোথায় ?
বঙ্গবন্ধুর কথা শুনে
লড়লো যারা মরণ পণ
সব কিছু কি পেয়েছে আজ
ভাবছে দেশের জনগন।
জাতির পিতা রক্ত দিয়ে
মোদের করলো ঋণী
ধন্য তিনি, ব্যর্থ মোরা
বৃথা জিন্দেগানী।