‘আমরা গোপালগঞ্জবাসী কোথায় যাবো?’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বলেন, ‘আমরা গোপালগঞ্জবাসী টেস্ট করার জন্য কোথায় যাবো? আমি ওখানকার এমপি হিসেবে বলছি।’
তিনি জানান, ‘ফরিদপুরে পিসিআর ল্যাব স্থাপনের সকল সরঞ্জাম পৌঁছে গেছে। দ্রুতই সেখানে ল্যাব স্থাপন করা যাবে।’
এর আগে গোপালগঞ্জের কর্মকর্তারা বলেন, ‘গোপালগঞ্জসহ পদ্মার এপাশের জেলাগুলোর জন্য একটি পিসিআর ল্যাব খুব দরকার। যেহেতু এখানে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।’
প্রধানমন্ত্রী তখন বরিশাল, খুলনা বিভাগের খোঁজ নেন। তিনি নিজে নিজেই রাস্তার হিসেব করেন কতটা সময় লাগতে পারে ওইসব বিভাগীয় শহরে যেতে। প্রধানমন্ত্রী মুখস্থ বলে দেন যেভাবে যে সময়ে যেতে পারে। কিন্তু তিনি জানতে পারেন, সেখানকার বিভিন্ন জেলার টেস্ট করে গোপালগঞ্জেরটা করতে কিছুটা দেরী হয়ে যাবে।’
এরপর প্রধানমন্ত্রী স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে কথা বলেন। তিনি প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন দ্রুতেই পিসিআর ল্যাব স্থাপনের বিষয়ে।