আরও ডাক্তার-নার্স নিয়োগ দেওয়া হবে
করোনা পরিস্থিতিতে আরোও ডাক্তার ও নার্স নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কোভিড-১৯ এর কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় এরই মধ্যে দুই হাজার ডাক্তার ও ছয় হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। যাতে করোনা আক্রান্ত মানুষ যথাযথ চিকিৎসা ও নার্সিং সেবাটা পায়।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে গণভবন থেকে ৫০ লাখ সুবিধাভোগীদের হিসাবে সরাসরি নগদ অর্থ প্রেরণের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান প্রধানমন্ত্রী।
করোনা পরিস্থিতিতে আরোও ডাক্তার ও নার্স নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে স্বাস্থ্য অধিদফতরকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
দেশে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে তিনি বলেন, অন্যান্য দেশে করোনাভাইরাস যেভাবে আক্রান্ত এবং মারা যাচ্ছে তার তুলনায় আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। এখন সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।