আসছে গুগল ম্যাপস’র আপডেট ভার্সন

অনলাইন ডেস্ক

আপডেট ভার্সন আনা হচ্ছে গুগল ম্যাপস-এ। নতুন ফিচারের পাশাপাশি নতুন রূপও দেয়া হয়েছে অ্যাপটিতে।

গুগল ম্যাপস এর আপডেট ভার্সনে গাড়ি চালনা, দিক নির্দেশনা, পরিবহন এবং ম্যাপ পরিচালনা ব্যবস্থা উন্নত করা হয়েছে।

গুগল যে তথ্যগুলো সবচেয়ে বেশি প্রাসঙ্গিক মনে করবে সেগুলোকে ম্যাপে চিহ্নিত করবে বলে জানিয়েছে মার্কিন ওয়েব জায়ান্ট প্রতিষ্ঠানটি।

নতুন ম্যাপে রঙও পরিবর্তন করেছে। আর এতে নতুন একটি আইকন যোগ করা হয়েছে যার মাধ্যমে গ্রাহক দ্রুত তার চাহিদার বিষয়গুলো শনাক্ত করে রাখতে পারবেন।

ক্যাফে, গির্জা, জাদুঘর বা হাসপাতাল এতে ভিন্ন ভিন্ন রঙ ও আইকনে দেখানো হবে। ফলে ম্যাপে সহজে একই ধরনের স্থানগুলো খুঁজে পাওয়া যাবে।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে গুগল অ্যাসিস্টেন্ট, সার্চ-সহ অন্যান্য অ্যাপ যেগুলো গুগল ম্যাপস ব্যবহার করে সেগুলোতেও পরিবর্তন দেখতে পাবেন।

এর পাশাপাশি গুগল ম্যাপস-এর এপিআই ব্যবহার করে যেসব অ্যাপ বা ওয়েবসাইট তৈরি করা হয়েছে তাতেও পরিবর্তন দেখা যাবে।

Leave a Reply

%d bloggers like this: