আ.লীগের সম্পাদকমণ্ডলীতে জায়গা পেলেন যারা
শেখ হাসিনাকে সভাপতি ও ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১তম জাতীয় কাউন্সিল থেকে দলের নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। কাউন্সিল থেকেই নতুন কমিটির সভাপতিমণ্ডলী ও উপদেষ্টা পরিষদসহ বিভিন্ন সম্পাদক পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। নতুন কমিটিতে পুরনো অনেকেই নিজ নিজ স্থান ধরে রেখেছেন, কেউ কেউ কমিটিতে পদক্রমে উত্তরণও পেয়েছেন।
দেখে নেওয়া যাক সম্পাদকমণ্ডলীর তালিকা:
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শাম্মী আহমেদ, আইন বিষয়ক সম্পাদক হয়েছেন নজিবুল্লাহ হিরু, দফতর সম্পাদক হয়েছেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন ড. আব্দুস সোবাহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন সুজিত রায় নন্দী, মহিলা বিষয়ক সম্পাদক হয়েছেন মেহের আফরোজ চুমকী, শিক্ষা বিষয়ক সম্পাদক হয়েছেন শামসুন্নাহার চাঁপা, সংস্কৃতি বিষয়ক সম্পাদক হয়েছেন অসীম কুমার উকিল এবং স্বাস্থ্য সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ডা. রোকেয়া সুলতানা।