ইউএনওর সুচিকিৎসায় সব ব্যবস্থা নিয়েছে সরকার: কাদের
দিনাজপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ওপর হামলার ঘটনায় ওবায়দুল কাদের দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, অপরাধী যেই হোক, আইনের আওতায় আনা হবে। তার (ইউএনও) সুচিকিৎসায় সবধরনের ব্যবস্থা নিয়েছে সরকার।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে এ কথা বলেন তিনি।
গা-ছাড়া ভাবের কারণে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করে ওবায়দুল কাদের বলেন, করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সচেতনতা বাড়াতে হবে।
বিএনপি নেত্রীর চিকিৎসার দিক বিবেচনা করে এর আগে জামিন দেওয়া হয়েছিল উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করোনা পরিস্থিতিতে তার চিকিৎসার বিষয় চিন্তা করে সরকার আবারও মানবিক বিবেচনায় তার সাজা স্থগিতের মেয়াদ বাড়িয়েছে।