উল্লাপাড়ায় ৩ শিক্ষক বহিষ্কার
উল্লাপাড়া কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনে অবহেলার কারণে ৩ শিক্ষককে ২ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। রবিবার তাদের বহিষ্কার করা হয়।
তারা হলেন- গয়হাট্টা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আলাউদ্দিন, ভেংড়ী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মাহফুজুর রহমান ও দহকুলা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক রবিউল ইসলাম।
পরীক্ষা কেন্দ্রের সচিব আতিকুর রহমান জানান, তারা রবিবার পরীক্ষা কেন্দ্রে কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন। দায়িত্বে অবহেলার কারণে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান তাদের দু’বছরের জন্য পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার করেছেন।