একাত্তুরের গনহত্যা, আরেকটি পত্রিকার সংবাদ
নাজীদের ইহুদী নিধন, নাগাসাকিতে এটম বোমার ধ্বংসজজ্ঞ, ভিয়েতনামে নাপামবোমার পৈশাচিক হামলা- এসব হচ্ছে মানবজাতির ইতিহাসে সবচেয়ে কলংকজনক অধ্যায়। কিন্তু সারা পৃথিবীর সাংবাদিকদের অল েঘটে যাচ্ছে আরেকটি বড় গনহত্যা। এবাও এশিযাতেই। লক্ষ লক্ষ সাধারণ মানুষের জীবন ও সম্বল এই গনহত্যার মুখোমুখি।
পাঁচ মাস আগে পুর্ব পাকিস্তানীরা তাদেরই ভাই পশ্চিম পাকিস্তানীদের দ্বারা আত্রান্ত হয়। হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে নির্বিবাদে, ধষিত হচ্ছে নারীরা। কলেরা ও অনাহারে মারা যাচ্ছেন হাজার হাজার শিশু ও বৃদ্ধ। এ পর্যন্ত প্রায় আট মিলিয়ন মানুষ প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এ পর্যন্ত এটা পৃথিবীর সমচে বড় শরনার্থী সঙ্কট।
পরিস্খিতি যে কতটা ভয়াবহ, তার প্রমান ঢাকা শহর। 26 মার্চের রাতেই ঢাকায় 50 হাজার লোককে হত্যা করা হয়। এ পর্যন্ত সর্বমোট মৃতের সংখ্যা 10 লক্ষেরও বেশী। গড়ে প্রতিদিন তিরিশ হাজার মানুষ আশ্রয় খুজিছে প্রতীবেশী দেশ ভারতে।
(সুমা ম্যাগাজিন, কারাকাস, অক্টোবর 1971)