প্রতিবেদন

একুশে পদক পেলেন ১৫ বিশিষ্ট নাগরিক

বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ একুশে পদক ২০১৫-এ ভূষিত হয়েছেন ১৫ বিশিষ্ট নাগরিক। গত ১৯ ফেব্রুয়ারি ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে পদক তুলে দেন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়ক সচিব শুভেচ্ছা বক্তব্য রাখেন। মন্ত্রিপরিষদ সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন। অনুষ্ঠানে মন্ত্রীবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, সংসদে বিরোধীদলীয় নেত্রী, বিচারকগণ, সংসদ সদস্যবর্গ, তিন বাহিনীর প্রধানগণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, খেলাধুলা, সংস্কৃতি ও শিক্ষাসহ কোনো ক্ষেত্রেই দেশ এখন পিছিয়ে নেই। বেগম খালেদা জিয়া মানুষ হত্যা করছেন এবং মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছেন। কিন্তু আমি মানুষের সেবা করছি এবং তাদের জীবনযাত্রার উন্নয়নে সার্বিক প্রয়াস চালিয়ে যাচ্ছি। হরতাল ও অবরোধের নামে সারাদেশে বর্বরতা ও ভয়াবহতার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ পর্যন্ত প্রায় ৯৩ মানুষ নিহত ও এক হাজারের অধিক আহত হয়েছেন। এ জন্য তাকে জবাবদিহি করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, একুশে আমাদের জাতীয় আত্মপরিচয়ের এক অবিস্মরণীয় ঠিকানা। বাঙালি জাতি বিপন্নবোধ করলেই ছুটে যায় একুশের স্মারক শহীদ মিনারে। তিনি বলেন, শহীদ মিনার আমাদের চেতনার প্রতীক। এ কারণেই বাঙালি জাতীয়তাবাদ-বিরোধী অপশক্তির হাতে শহীদ মিনার বারবার ক্ষত-বিক্ষত হয়েছে।
একুশে পদকপ্রাপ্তরা হলেনÑ ভাষা আন্দোলনে পিয়ারু সরদার (মরণোত্তর), মুক্তিযুদ্ধে প্রফেসর এম মুজিবুর রহমান দেবদাস, ভাষা ও সাহিত্যে প্রফেসর দ্বিজেন শর্মা ও মুহাম্মদ নুরুল হুদা, শিল্প ও সংস্কৃতিতে আবদুর রহমান বয়াতী (মরণোত্তর), এসএ আবুল হায়াত ও এটিএম শামসুজ্জামান, শিক্ষায় প্রফেসর এমএ মান্নান ও সনৎ কুমার সাহা, গবেষণায় আবুল কালাম মুহাম্মদ জাকারিয়া, সাংবাদিকতায় কামাল লোহানী, গণমাধ্যমে ফরিদুর রেজা সাগর, সমাজসেবায় ঝর্নাধারা চৌধুরী, শ্রীমত সত্যপ্রিয় মহাথেরো ও ড. অরূপ রতন চৌধুরী। প্রতিটি পদকের সাথে রয়েছে ১ লাখ টাকার একটি চেক, একটি ক্রেস্ট ও সম্মাননা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *