এবার আইওএসের গোপন কোড ফাঁস!
সময়টা খুব একটা ভালো যাচ্ছে না অ্যাপলের। বেশ কিছুদিন ধরেই বিভিন্ন মডেলের আইফোনে একাধিক কারিগরি ত্রুটি শনাক্তের কারণে কঠিন সময় পার করছে প্রতিষ্ঠানটি। এবার আইফোন নয়, খোদ অপারেটিং সিস্টেমের গোপন সোর্স ফাঁস হয়ে গেছে অনলাইনে। শুরুতে গুজব মনে হলেও বিষয়টি স্বীকারও করেছে অ্যাপল। জানা গেছে, আইওএস ৯ অপারেটিং সিস্টেমের গুরুত্বপূর্ণ সোর্স কোড ফাঁস হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, ৯৩ শতাংশ অ্যাপল ডিভাইস আইওএস ১০ বা আইওএস ১১ সংস্করণ ব্যবহার করে। ফলে মাত্র ৭ শতাংশ ব্যবহারকারী পুরনো অপারেটিং সিস্টেমটি ব্যবহার করেন। তথ্য ফাঁস হলেও ক্ষতি নেই, সোর্স কোডের সঙ্গে আইফোনের নিরাপত্তাব্যবস্থার কোনো সম্পর্ক নেই।
টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : বিবিসি