‘ঐ মহামানব আসে’
১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ৪৩ বছর পূর্বে এ দিন তিনি পাকিস্তানের বন্দি অবস্থা থেকে মুক্তিলাভ করে লন্ডন, দিল্লি হয়ে তার আজীবনের স্বপ্নলালিত সদ্য স্বাধীন প্রিয় মাতৃভূমি, বাংলাদেশে ফিরে আসেন। ১০ জানুয়ারি বাঙালির জাতীয় মুক্তির ইতিহাসে এক অবিস্মরণীয়, ঐতিহাসিক দিন।
বাঙালির জাতীয় মুক্তির ইতিহাস কম করে হলেও হাজার বছর ধরে বিস্তৃত। এ সময় পরিসরে প্রাচীনকালে বিভিন্ন জনপদে বিভক্ত আজকের বাংলাদেশ বঙ্গ থেকে বঙ্গাল বা বাঙ্গালা, সুবে বাংলা, নিজামত, বেঙ্গল, পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তান ইত্যাদি বিভিন্ন নামে ভৌগোলিক সংযোজন-বিয়োজন প্রক্রিয়ায় একটি নির্দিষ্ট ভূখ-গত রূপ পরিগ্রহ করে। আর এ অঞ্চলের ‘পাঁচমিশালি’ জনগণ পরস্পরের নৈকট্যে এসে কালক্রমে একক বাঙালি জাতিসত্তায় পরিণত হয়। ৪০০ বছরব্যাপী পাল ও প্রায় পৌনে ২০০ বছরব্যাপী দাক্ষিণাত্য থেকে আগত সেন বংশের শাসন ব্যতীত ত্রয়োদশ শতাব্দীর শুরু থেকে ১৯৭১ সালের পূর্ব পর্যন্ত এরা তুর্কি, আফগান, মুঘল, ব্রিটিশ ও পাকিস্তানি প্রভৃতি বিদেশি-বিজাতীয় বা ঔপনিবেশিক শাসনের অধীন হয়। মধ্যযুগে মুসলিম সুলতানি আমল (১৩৩৮-১৫৩৮) এবং মুঘল শাসনের শেষ ভাগে নবাবী আমলে (১৭০৭-১৭৫৭) বাংলা প্রায়-স্বাধীন একটি প্রশাসনিক অঞ্চল হিসেবে আবির্ভূত হয়েছিল সত্যি, তবে তা স্থায়িত্ব পায়নি এবং শাসক-নৃপতিরা ছিলেন বহিরাগত। ইতিহাসে সর্বপ্রথম বাঙালিদের স্বাধীন জাতি হিসেবে অভ্যুদয় ঘটে ১৯৭১ সালে একটি সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে। অনেক ঘাত-প্রতিঘাত, আন্দোলন-সংগ্রাম-লড়াই আর স্বপ্নের সিঁড়ি বেয়ে তাদের ’৭১-এ পৌঁছতে হয়েছে। যার বলিষ্ঠ নেতৃত্ব ও বিরামহীন সংগ্রামের ফলে সেটি সম্ভব হয়, তিনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, ইতিহাসের মহানায়ক, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বাঙালির জাতীয় মুক্তির দীর্ঘ আকাক্সক্ষা ও স্বপ্নকে বুকে ধারণ করে তিনি পাকিস্তানি শাসনের ২৩ বছর কঠিন সংগ্রাম করেছেন। শাসকগোষ্ঠীর রোষানলে পড়ে ১২ বছর (কখনও একনাগাড়ে তিন বছর পর্যন্ত) কারাগারে বন্দি জীবন কাটিয়েছেন। দুবার ফাঁসির মঞ্চের অতি কাছ থেকে ফিরে এসেছেন। বাঙালির জাতীয় মুক্তি অর্জনে ১৯৬৬ সালে ঘোষণা করেন তার ঐতিহাসিক ৬-দফা কর্মসূচি, যা বাঙালির ‘বাঁচার দাবি’ বা মুক্তিসনদ হিসেবে পরিচিতি লাভ করে। বঙ্গবন্ধুকে নিশ্চিহ্ন ও তার ৬-দফা কর্মসূচিকে চিরতরে নিঃশেষ করার উদ্দেশে ১৯৬৮ সালে আইয়ুব সরকার তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে আগরতলা মামলা দায়ের করলে, সংঘটিত হয় ঊনসত্তরের গণ-অভ্যুত্থান। পাকিস্তানি শাসকগোষ্ঠীর লক্ষ্য ছিল, বাঙালিদের সব সময়ের জন্য পদানত করে রাখা। বাঙালিরা কখনও পাকিস্তান রাষ্ট্রের শাসক হোক, এটি কিছুতেই তাদের কাছে কাম্য ছিল না। তাই শুরু থেকেই তারা ‘বল প্রয়োগের শাসন’ নীতি অনুসরণ করে। ঊনসত্তরের গণ-অভ্যুত্থানে লৌহশাসক জেনারেল আইয়ুব খানের পতনসহ উদ্ভূত পরিস্থিতিতে ১৯৭০ সালে নতুন শাসকগোষ্ঠী দেশে সাধারণ নির্বাচন দিতে বাধ্য হয়। এটি ছিল পাকিস্তান রাষ্ট্রে প্রথম সাধারণ নির্বাচন। নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করে। কিন্তু পাকিস্তানি শাসকগোষ্ঠী বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তরের পরিবর্তে ষড়যন্ত্রের আশ্রয় গ্রহণ করে। এমতাবস্থায় ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) এক জনসমুদ্রে বঙ্গবন্ধু তার জাতির উদ্দেশে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ভাষণ নিয়ে হাজির হন। ইতিহাস খ্যাত ৭ মার্চের ভাষণ। ১৮ মিনিটের ওই ভাষণের চেতনামূলে ছিল বাঙালির লালিত জাতীয় মুক্তির আকাক্সক্ষা বা স্বপ্ন ও তা পূরণে দীর্ঘ সংগ্রাম-লড়াই। স্বাধীনতার লক্ষ্য অর্জনে ভাষণে বঙ্গবন্ধুর দিক-নির্দেশনা ছিল সুস্পষ্ট। শাসকগোষ্ঠীর সঙ্গে আলোচনা ছিল কৌশলমাত্র। কেননা, বঙ্গবন্ধু বিশ্ববাসীর কাছে বিছিন্নতাবাদী আন্দোলনের নেতা হিসেবে নিজেকে কোনোক্রমে তুলে ধরতে চাননি। ¯œায়ুযুদ্ধকালীন বিশ্ব পরিস্থিতিতে সেটি হতো আত্মঘাতী, যেমনটি ঘটেছিল নাইজেরিয়ার বেয়াফ্রা’র (১৯৬৭-১৯৭০) ক্ষেত্রে। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি শাসকগোষ্ঠী নিরস্ত্র বাঙালিদের ওপর সশস্ত্র আক্রমণে ঝাঁপিয়ে পড়লে এবং মধ্যরাতে তাদের হাতে গ্রেফতার হওয়ার আগে (ঘড়ির কাঁটা অনুযায়ী তখন ২৬ মার্চ) বঙ্গবন্ধু সরাসরি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। শুরু হয় ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধ। ১৯৭১ সালের ১০ এপ্রিল বঙ্গবন্ধুকে প্রধান করে গঠিত বাংলাদেশ সরকার (যা ‘মুজিবনগর সরকার’ নামে পরিচিত)-এর নেতৃত্বে পরিচালিত ওই যুদ্ধে ১৬ ডিসেম্বর আমাদের বিজয় অর্জিত হয়। যুদ্ধের ৯ মাস বঙ্গবন্ধু পাকিস্তানে বন্দি অবস্থায় থাকলেও, তার নামেই মুক্তিযোদ্ধারা শপথ নেন, যুদ্ধ করেন, মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। বঙ্গবন্ধু, স্বাধীনতা, বাংলাদেশ সমার্থক হয়ে দাঁড়ায়। অন্যকথায়, তিনি হলেন স্বাধীনতার মূর্ত প্রতীক।
১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা কোনো আকর্ষিক ঘটনা ছিল না। এ ছিল তার জীবন-স্বপ্ন। এ স্বপ্ন পূরণে তিনি একের পর এক সংগ্রাম করেছেন, সর্বপ্রকার নির্যাতন ভোগ করেছেন, এর মধ্যেও সঠিক ক্ষণটির জন্য অপেক্ষা করেছেন। Newsweek ম্যাগাজিনের ভাষায়-
When Sheikh Mujibur Rahman proclaimed the Independence of Bangladesh last week some of his critics declared that ……… But Mujib’s emergence as the embattled leader of a new Bengal ÔnationÕ is the logical outcome of lifetime spent fighting for Bengali nationalism, his presence there is no accident.
(Newsweek, 5 April 1971)
১০ জানুয়ারি ১৯৭২ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিন আমার ঢাকায় উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছিল। যুদ্ধে অংশগ্রহণ শেষে দুই বন্ধুসহ (উভয়ে পরলোকগত) বরিশাল থেকে ঢাকা আসি। কাঠের তৈরি দেড়তলা যে লঞ্চটিতে মেঘনা-পদ্মা বেয়ে গন্তব্যে এসে পৌঁছি, এর নাম ছিল যগনু। এরূপ একটি লঞ্চে ঢাকা আসাটা ছিল রীতিমতো অ্যাডভেঞ্চার। কিন্তু সে দিন তা আদৌ মনে হয়নি। ঢাকা পৌঁছে পরের দিন ১০ জানুয়ারি সকালেই বর্তমান জাহাঙ্গীর গেইট সংলগ্ন তেজগাঁও পুরাতন বিমানবন্দরে জড়ো হই। পাবলিক সার্ভিস কমিশনের অতি সম্প্রতি ছেড়ে দেওয়া ভবনটি (বর্তমানে বিমান বাহিনীর ব্যবহারাধীন) ছিল বিমানের টার্মিনাল। সেখানে যাওয়ার পথে বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বহিরস্থ নাখালপাড়ার সমগ্র এলাকাজুড়ে বিভিন্ন স্থানে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ভারতীয় মিত্রবাহিনীর বিমান আক্রমণে বড় বড় কূপের মতো সৃষ্ট গর্ত ও ছড়িয়ে থাকা গোলা দেখতে পেলাম। মুক্তিযুদ্ধের সময় ঢাকা ছেড়ে যাওয়া লোকজন তখনও ফিরে আসে নি। এতদসত্ত্বেও বিমানবন্দরে লাখো জনতার সমাবেশ ঘটে। বেলা আনুমানিক দেড়টায় ব্রিটিশ রয়াল এয়ারফোর্সের একটি প্লেন ইতিহাসের মহানায়ক ও স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিমানবন্দরে অবতরণ করে। চতুর্দিক প্রকম্পিত করে স্লোগান ওঠেÑ জাতির পিতার আগমন, শুভেচ্ছা স্বাগতম। নিশ্চিত মৃত্যুর হাত থেকে তিনি ফিরে এলেন সদ্য স্বাধীন, প্রিয় স্বদেশে।
স্মরণ করা যেতে পারে, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে আমাদের বিজয় অর্জিত হওয়ার পরও বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে চতুর্দিকে অনিশ্চয়তা বিরাজ করছিল; আমাদের স্বাধীনতা যেন তখনও নিরাপদ ছিল না। কিন্তু পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর বাংলার মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে সব শঙ্কা নিমিষে দূর হয়ে যায়। বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ ও পূর্ণতালাভ করে। লন্ডন থেকে প্রকাশিত The Guardian পত্রিকার এক সম্পাদকীয় মন্তব্য ছিল-
Once Sheikh Mujibur Rahman steps out of Dacca Airport the new republic becomes a solid fact.
(The Guardian, 10 January 1972)
অন্যকথায়, আমাদের জাতীয় জীবনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের গুরুত্ব ও তাৎপর্য এবং জনমানসে এর প্রভাব-প্রতিক্রিয়া তুলে ধরতে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লেখা কাব্যের ‘ওই মহামানব আসে’ কবিতাটির উদ্ধৃতি যথার্থ হবে। পাঠ করলে মনে হয়, বঙ্গবন্ধুর উদ্দেশেই যেন এটি রচিত। কবিতাটি এরূপÑ
ঐ মহামানব আসে।
দিকে দিকে রোমাঞ্চ লাগে
মর্তধূলির ঘাসে ঘাসে ॥
সুরলোকে বেজে ওঠে শঙ্খ,
নরলোকে বাজে জয়ডঙ্কÑ
এল মহাজন্মের লগ্ন।
আজি অমারাত্রির দুর্গতোরণ যত
ধূলিতলে হয়ে গেল ভগ্ন।
উদয় শিখরে জাগে ‘মাভৈ: মাভৈ:’
নবজীবনের আশ্বাসে।
‘জয় জয় জয়রে মানব-অভ্যুদয়’
মন্দ্রি-উঠিল মহাকাশে ॥
[রবীন্দ্র রচনাবলী, ত্রয়োদশ খ-, ঐতিহ্য, পৃষ্ঠা ১২০]
বিমান থেকে অবতরণের পর জাতীয় নেতৃবৃন্দ ও বঙ্গবন্ধুর দীর্ঘ রাজনৈতিক সহচর সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এএইচএম কামারুজ্জামান এবং অন্যরা একের পর এক তাকে পুষ্পমাল্যে ভরিয়ে দেন। অশ্রুসিক্ত নয়নে ক্ষণিকের তরে বুকে জড়িয়ে ধরিয়ে তাদের আবেগ ও আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন। অতঃপর শুরু হয় রমনা রেসকোর্স মাঠের সংবর্ধনা সভার উদ্দেশে যাত্রা। চতুর্দিক থেকে জনতার বাঁধ ভাঙা ঢল নামে। বঙ্গবন্ধু ও জাতীয় নেতৃবৃন্দ একটি খোলা ট্রাকের ওপর দাঁড়িয়ে জনতার অভিবাদন ও শুভেচ্ছা গ্রহণ করছেন আর ধীরগতিতে তাকে বহনকারী ট্রাকটি সভাস্থলের দিকে অগ্রসর হতে থাকে। আমরা জনতার সঙ্গে মিশে গিয়ে ট্রাকের পেছনে পেছনে চলতে থাকলাম। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র মুক্তিযোদ্ধা শেখ কামালকে সামরিক পোশাকে (মুক্তিযুদ্ধের সময় তাকে লেফটেন্যান্ট র্যাংক দেওয়া হয়) ট্রাকের এক কর্নারে দ-ায়মান দেখলাম। মুক্তিযুদ্ধকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ‘চরমপত্র’ পাঠক ও পরবর্তীতে ‘আমি বিজয় দেখেছি’ গ্রন্থের লেখক এম আর আখতার মুকুলকে দেখলাম বঙ্গবন্ধুকে বহনকারী ট্রাকের সামনে অগ্রসরমান জনতার মাঝ থেকে বাইসাইকেল চালিয়ে আস্তে আস্তে এগিয়ে যেতে। তেজগাঁও বিমানবন্দর থেকে রেসকোর্স ময়দান পর্যন্ত দেড় থেকে ২ কিলোমিটার পথ অতিক্রম করতে সময় নেয় প্রায় আড়াই ঘণ্টা।
জনতার উদ্দেশে সভামঞ্চ থেকে বক্তৃতাদানকালে বঙ্গবন্ধুর কণ্ঠ বারবার বাকরুদ্ধ হয়ে আসছিল। রুমাল দিয়ে তিনি চোখ মুছে নিচ্ছিলেন। তার বক্তব্য ছিল সংক্ষিপ্ত। পাকিস্তানের কারাগারে সাড়ে ৯ মাস বন্দি ও মানসিক পীড়নের কারণে তার শরীর ভেঙে গিয়েছিল। শারীরিকভাবে তাকে অনেক দুর্বল মনে হচ্ছিল। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা এবং বীর জনতাকে সালাম-অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘আজ আমার জীবনের সাধ পূর্ণ হয়েছে। বাংলাদেশ আজ স্বাধীন।’ ইয়াহিয়া জান্তা সরকারের তার ফাঁসির হুকুম এবং সে সময়ে নিজের মনের অবস্থা কীরূপ ছিল, তা বর্ণনা করতে গিয়ে তিনি বলেনÑ
… আমি ঠিক করেছিলাম, আমি তাদের কাছে নতি স্বীকার করবো না। ফাঁসির মঞ্চে যাবার সময় আমি বলবো, আমি বাঙালি, বাংলা আমার দেশ, বাংলা আমার ভাষা। … তোমরা মারলে ক্ষতি নাই। কিন্তু আমার লাশ বাংলার মানুষের কাছে পৌঁছে দিও।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ছিল মুক্তিযুদ্ধে বিজয় শেষে বীর বাঙালির স্বগৃহে প্রত্যাবর্তনের অনুরূপ এক দৃশ্য। যে জনগণ বিদেশি-বিজাতীয় দীর্ঘ শাসন-শোষণ-নিয়ন্ত্রণের নাগপাশ ছিন্ন করে জাতীয় মুক্তির আকাক্সক্ষায় শতাব্দীর পর শতাব্দী ধরে লড়াই-সংগ্রাম করতে জানে, যে জাতি সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বিশ্বের শক্তিধর রাষ্ট্রের বিপরীতে দাঁড়িয়েও স্বাধীনতা ছিনিয়ে আনতে পারে, যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সে জনগণ ও জাতির ক্ষয় নেই। সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে পদ্মা সেতু নির্মাণ তাদের জন্য কোনো ঘটনাই নয়। বিভিন্ন ক্ষেত্রে তারা হবে বিশ্বজয়ী। বিশ্বের বুকে উন্নত-সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে বঙ্গবন্ধুর বাংলাদেশ মাথা উঁচু করে চির অম্লান হয়ে থাকবে। জয়তু বঙ্গবন্ধু। জয়তু বাংলাদেশ।
লেখক : উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়