কাতার সফরে জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী
জ্বালানি খাতে সহযোগিতার জন্য কাতারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাতারে অনুষ্ঠেয় স্বল্পোন্নত দেশগুলোর বিষয়ে পঞ্চম জাতিসংঘ সম্মেলনে অংশগ্রহণের জন্য ৪ মার্চ দোহা যাচ্ছেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার (২ মার্চ) প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বহুপক্ষীয় অর্থনৈতিক অনুবিভাগের পরিচালক ফরিদা ইয়াসমিন জানান, সফরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি এবং ওই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা আছে।
তিনি বলেন, ‘বৈঠকে তাদের সঙ্গে জ্বালানি খাতের বিষয়গুলো উঠে আসবে। সমঝোতা স্মারকের বিষয়টি এখনও পরিষ্কার নয়। তবে সহযোগিতার বিষয়টি আলোচনা হবে।’
উল্লেখ্য, কাতার থেকে বাংলাদেশ এলএনজি আমদানি করে থাকে। বর্তমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ।