‘কয়েকমাইল হেটে শ্বশুর বাড়ি গিয়েছিলাম’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কুড়িগ্রামকে আমরা বলতাম কুইরা গ্রাম। এখানে যেতেই পারতাম না। কিচ্ছু ছিল না। আমি নিজে কয়েক মাইল নদীর পাশ দিয়ে হেটে শ্বশুরবাড়ি গিয়েছি। রিকসাও ছিল না। সেখানে তো এখন ছয় ঘন্টায় যাওয়া যায়।’
প্রধানমন্ত্রী বলেন, ‘ওখানে শুধু নদী। সেগুলো পাড় হওয়ার ব্যবস্থা আমিই করে দিয়েছি। কুড়িগ্রাম যে মঙ্গা এলাকা ছিল তা এখন নেই। সেটা খেয়াল রাখতে হবে মঙ্গা এলাকা যেন আর না হয়। এখানটা কৃষিকাজে উন্নত। সেটা ধরে রাখতে হবে।’
তিনি কুড়িগ্রামের মানুষদের আশ্বাস দেন যে, ‘ওখানের কৃষি বিশ্ববিদ্যালয়ের আইডিয়া আমিই ভেবেছি। আমার মনে আছে। আমি খুব শীঘ্রই এর ব্যবস্থা করবো। ’