চীন সফরে আওয়ামী লীগ প্রতিনিধি দল
দেশটির রাজধানী পেইচিংয়ে গত ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত বৈঠকে লি জুন বলেন, চীন সরকার মিয়ানমারকে বাংলাদেশের সাথে আলোচনায় বসার জন্য উদ্বুদ্ধ করবে। চীন মনে করে, আঞ্চলিক শান্তির স্বার্থেও মিয়ানমার সরকারের রোহিঙ্গা সমস্যায় স্থায়ী সমাধানে পৌঁছানো উচিত। আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়–য়া টেলিফোনে বৈঠকের এ খবর জানিয়েছেন। বৈঠকে ১৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান এমপি।
বৈঠকে ফারুক খান এমপি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি চলমান রোহিঙ্গা সংকটের বিষয় বিস্তারিত তুলে ধরেন এবং রোহিঙ্গাদের ওপর পরিচালিত বর্বরতা ও নিপীড়ন বন্ধ করার কাজে চীন সরকারের সহযোগিতা কামনা করেন। জবাবে চীনের লি জুন বলেন, তারা রোহিঙ্গা সংকট সম্পর্কে সম্পূর্ণ অবগত রয়েছেন। চীনা নেতা আরও বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মানবিক আচরণের প্রতি আমাদের সম্মান রয়েছে। প্রধানমন্ত্রীর এমন মানবিক উদ্যোগের প্রতি সম্মান জানিয়ে অনুপ্রবেশকারীদের জন্য ত্রাণ পাঠানো হবে। ত্রাণের মধ্যে থাকবে কম্বল এবং তাঁবু। চীন আরও জানিয়েছে, তাদের সহায়তা চলমান থাকবে এবং রোহিঙ্গাদের নিরাপত্তার সাথে তাদের দেশে ফিরে যাওয়ার ব্যাপারে আন্তরিকভাবে আন্তর্জাতিক পরিম-লে ইতিবাচক ভূমিকা রাখবে।
বৈঠকে আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমদ, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, সংসদ সদস্য হাবিবে মিল্লাত, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নজিবুল্লাহ হিরু, রিয়াজুল কবির কাওছার, দীপঙ্কর তালুকদার ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং উপস্থিত ছিলেন।
দেশে ফিরেছে আওয়ামী লীগ প্রতিনিধি দল
চায়নিজ কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে ১৮ সদস্য বিশিষ্ট বাংলাদেশ আওয়ামী লীগের এক প্রতিনিধি দল ৯ দিনব্যাপী (১৯-২৭ সেপ্টেম্বর) চীনের বিভিন্ন প্রদেশ সফর করে দেশে ফিরেছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য লে. কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খান এমপি। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেনÑ ডা. দীপু মনি এমপি, ড. শাম্মি আহমেদ, অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, অ্যাডভোকেট আফজাল হোসেন, দেলোয়ার হোসেন, ফজিলাতুন্নেছা ইন্দিরা এমপি, শামসুন্নাহার চাঁপা, অসীম কুমার উকিল, ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, দীপঙ্কর তালুকদার, অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ, অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাওছার, পারভীন জামান কল্পনা, অধ্যাপক মেরিনা জাহান, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, হাবিবে মিল্লাত এমপি এবং তরুণ কান্তি দাস।
ফুজিয়ান, জিয়াংজি এবং বেইজিং সফরকালে আওয়ামী লীগের প্রতিনিধি দলের সাথে সিপিসির কেন্দ্রীয় ইন্টারন্যাশনাল কমিটির ভাইস মিনিস্টার লি জুন-সহ সিনিয়র নেতাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।