চৌগাছায় মাদ্রাসা ছাত্র ৪দিন ধরে নিখোঁজ
চৌগাছায় মো. আব্দুল্লাহ (১২) নামে এক মাদ্রাসা ছাত্র চারদিন ধরে নিখোঁজ রয়েছে। সে চৌগাছা শহরের ব্র্যাকপাড়া এলাকার রিয়াজুল জান্নাহ হাফেজি মাদ্রাসার ছাত্র এবং ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার বলাবাড়িয়া গ্রামের সরোয়ার হোসেনের ছেলে। এব্যাপারে তার বাবা জিডি করেছেন।
সরোয়ার হোসেন বলেন, গত ২৭ ফেব্রুয়ারি আমি নিজে মাদ্রাসায় গিয়ে তার সাথে দেখা করি। সে সময় মাদ্রাসার হুজুর আব্দুল ওয়াদুদের সাথে কথা বলে ছেলের ছুটির ব্যবস্থা করি। পরে ২৮ ফেব্রুয়ারি দুপুর একটার দিকে সে বাড়ি যাওয়ার কথা বলে মাদ্রাসা থেকে বের হয়। তবে বাড়িতে ফেরেনি। সম্ভাব্য সকল স্থানে খোজাঁখুজি করেও তাকে না পেয়ে থানায় জিডি করেছি।