ছবি ব্লগ : গর্বের এবং বীরত্বের মুক্তিযুদ্ধ
মুক্তিযুদ্ধ আমাদের জাতির ইতিহাসের সবচেয়ে গর্বের বিষয়। এ দেশের দামাল ছেলে-মেয়েরা হায়েনার কবল থেকে মুক্ত করেছে স্বদেশভূমিকে অজস্র ত্যাগের বিনিময়ে। ছবি ব্লগের ২য় পর্বে থাকলো আমার সংগ্রহে থাকা মুক্তিযুদ্ধের কিছু ছবি। আমি এখানে আমাদের মুক্তিযুদ্ধের আলোকজ্জল দিকগুলি দেখাতে চেয়েছি। কষ্টের ছবিগুলি নয়, আমাদের বীরত্বের ছবি, বিজয়ের ছবি। বিশ্বের বুকে একটা দেশকে জন্ম দেবার ছবি।
কষ্টের ছবিগুলি যেমন আমাদের চোয়ালকে দৃঢ়বদ্ধ করে খুনী যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে, এই বীরত্বের ছবিগুলি আমাদেরকে প্রেরণা যোগায় মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে।