ছবি ব্লগ : যে যুদ্ধটা একাত্তরে শেষ হয়নি

১. যুদ্ধশেষে জামাতে ইসলামীর মোস্টওয়ান্টেড ঘাতকেরা : চৌধুরী মাঈনউদ্দিন (এখন লন্ডনে) ও আশরাফুজ্জামান (এখন নিউইয়র্ক)

২. নোয়াখালিতে এক যুদ্ধের পর আত্মসমর্পণ করছে রাজাকার-আলবদররা:

৩. জামাতিদের প্রিয় রাজনীতিক মরহুম মেজর জলিলের ৯ নম্বর সেক্টর, জামাতি রাজাকারদের পেলেই মেরে ফেলার ব্যাপারে স্থিরসিদ্ধান্ত ছিলো তার :

৪. কুষ্টিয়ায় ধরা পড়েছে এক দালাল :

৫. এই জামাতি ঘাতকদের সঙ্গে সঙ্গে খুন না করে ভুল করেছিল মুক্তিযোদ্ধারা:

৬. লাইন ধরে বসে আসে শুয়োরের দল, এদের কেউ কেউ আজ জামাতের বড় নেতা:

৭. যুদ্ধকালে পা মাটিতে পড়েনি হারামজাদাদের, মুক্তিযোদ্ধারা সেটা মনে করিয়ে দিলো আবার :

৮. ভারতীয় বাহিনীর বদান্যতায় বেচে যাওয়া এইসব হায়েনারাই পরে এমপি হয়েছে :

৯. ধরা পড়েছে বুদ্ধিজীবি হত্যায় জড়িত ঘাতকদের একজন :

১০. চলছে গ্রেপ্তার :

১১. স্টেডিয়ামের সামনে দুই দালালের লাঞ্ছনা :

১২. বায়তুল মোকাররম মসজিদে ঘাতক শিরোমনি গোলাম আযমের জুতাপেটা :

১৩. সাবাশ নতুন প্রজন্ম :

বিচার চাই

Leave a Reply

%d bloggers like this: