ছবি : যেভাবে হত্যা করা হতো মুক্তিযোদ্ধাদের

দ্্বিতীয় বিশ্বযুদ্ধে নাজি বাহিনীর হাতে ইহুদী নিধনের কাহিনী সবার জানা। যে নির্মম উপায় তারা অবলম্বন করেছিল তা মানবতা কিংবা বিবেকসম্পন্ন কারো কাছে সহ্য করা কঠিন। গ্যাস চেম্বারে পুড়িয়ে, নার্ভ গ্যাসে মেরে কতভাবে হয়েছে এই হলোকাস্ট।
পাক বাহিনী ও তাদের দালালরাও কম যায়নি। ’71 সালে তাদের এমন পৈশাচিক হত্যাকান্ডের শিকার হয়েছে মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা কামী সাধারণ মানুষ। যেসব নিষ্ঠুর উপায় তারা অবলম্বন করত , তার একটি ইলেকট্রিক চেয়ার। ছবি দেওয়া হলে া।

Leave a Reply

%d bloggers like this: