জাফর ইকবালের ওপর হামলা প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ

লেখক ও শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা প্রতিবাদে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
মিছিলে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। নেতারা এ হামালার তীব্র নিন্দা জানান এবং ঘটনার সাথে জড়িতেদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠান চলাকালে এ হামলা চালানো হয়।

Leave a Reply

%d bloggers like this: