জ্যাকমাকে বাংলাদেশ সফরে পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণ
চীনের বহুজাতিক ই-কমার্স প্রতিষ্ঠান আলী বাবার প্রতিষ্ঠাতা জ্যাকমাকে ধন্যবাদ জানিয়ে চিঠি লিখেছেন পররাষ্ট্রমন্ত্রী এ. কে আবদুল মোমেন। পাশাপাশি জ্যাকমাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
সোমবার ঢাকার চীনা দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
চিঠিতে ড. মোমেন করোনা প্রাদুর্ভাবের কারণে চীনের উহান এবং অন্য অঞ্চলে বাংলাদেশি শিক্ষার্থীদের সর্বোচ্চ যত্ন নেয়ার জন্য চীন সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, আমাদের তরুণ এবং প্রযুক্তি জ্ঞানসম্পন্ন জনগোষ্ঠীর সঙ্গে বাংলাদেশ সরকার এবং আপনার ডিজিটাল প্রযুক্তির সমন্বয়ে সহযোগিতার যথেষ্ট সুযোগ রয়েছে।
সম্প্রতি বাংলাদেশের জনগণকে করোনাভাইরাসের (কোভিড-১৯) বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ৩০ হাজার করোনা শনাক্তকরণ কিট এবং তিন লাখ মাস্ক দেয় জ্যাকমা।