টি-টোয়েন্টি সিরিজেও থাকছে না সাকিব

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। কিন্তু পুরো টি-টোয়েন্টি সিরিজে তার খেলার সম্ভাবনা নেই বলে নিজেই জানান সাকিব।
রবিবার এক অনুষ্ঠানে সাকিব বলেছেন, ‘টি-টোয়েন্টি সিরিজে আসলে খেলার বোধহয় সম্ভবনা নেই। কারণ ডাক্তার বলেছে পুরো ক্ষত সারতে আরো দুই সপ্তাহ লাগবে।
শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পেয়েছিলেন সাকিব। ফলে টেস্ট সিরিজে তিনি খেলতে পারেননি। এবার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও তাকে পাচ্ছে না বাংলাদেশ। ১৫ ফেব্রুয়ারি ঢাকায় প্রথম ও ১৮ ফেব্রুয়ারি সিলেটে হবে দ্বিতীয় ম্যাচ।

Leave a Reply

%d bloggers like this: