ক্রীড়া

তিন ফরম্যাটের শীর্ষে সাকিব

অনলাইন ডেস্ক

অলরাউন্ডার র‍্যাংকিংয়ের তিন ফরম্যাটেই (টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি) শীর্ষে উঠে এসেছেন সাকিব আল হাসান।

সম্প্রতি ঘরের মাঠে একদিনের ত্রিদেশীয় সিরিজ খেলেছে বাংলাদেশ। এতে ফাইনালে শ্রীলঙ্কার কাছে দল হেরে গেলেও পুরো সিরিজে অসাধারণ পারফর্ম করেছিলেন সাকিব আল হাসান। ব্যাট হাতে ১৬৩ রান করার পাশাপাশি বল হাতে ৯ টি উইকেট নিয়েছেন সাকিব।

যার ফলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন তালিকায় একদিনের অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছেন বাংলাদেশি এই অলরাউন্ডার। ওয়ানডেতে সাকিবের বর্তমান রেটিং পয়েন্ট ৩৫৯। দ্বিতীয় অবস্থানে নেমে যাওয়া পাকিস্তানের মোহাম্মদ হাফিজের বর্তমান রেটিং পয়েন্ট ৩৩৯।

ক্রিকেটের দীর্ঘতর সংস্করণ টেস্ট অলরাউন্ডার র‍্যাংকিংয়ে ৪৩৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন সাকিব। দ্বিতীয় অবস্থানে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা। সাকিবের থেকে ৪৭ পয়েন্ট পিছিয়ে থাকা এই ক্রিকেটারের রেটিং পয়েন্ট ৩৯০। টেস্টে তিনে আছেন আরেক ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। তাঁর রেটিং পয়েন্ট ৩৬৭।

সংক্ষিপ্ত সংস্করণে রেটিং পয়েন্ট ৩৫৩ নিয়ে টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাংকিংয়েও শীর্ষে সাকিব। এরপরেই আছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল, তাঁর রেটিং পয়েন্ট ৩৩০।

এদিকে টেস্টে ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ (রেটিং পয়েন্ট ৯৪৭)। দুইয়ে ভারত অধিনায়ক বিরাট কোহলি (রেটিং পয়েন্ট ৯১২)। তিনে ইংল্যান্ড অধিনায়ক জো রুট (রেটিং পয়েন্ট ৮৮১), চারে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন (রেটিং পয়েন্ট ৮৫৫)। আর পাঁচে আছেন আরেক অস্ট্রেলিয়ান ডেভিড ওয়ার্নার (রেটিং পয়েন্ট ৮২৭)।

টেস্টে বোলারদের মধ্যে শীর্ষে ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন (রেটিং পয়েন্ট ৮৮৭)। দুইয়ে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা  (রেটিং পয়েন্ট ৮৭৫)।

একদিনের ক্রিকেটে ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে আছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি  (রেটিং পয়েন্ট ৮৭৬)। কোহলির থেকে ৪ রেটিং পয়েন্ট পিছিয়ে দুই নম্বর অবস্থানে আছেন এবি ডি ভিলিয়ার্স  (রেটিং পয়েন্ট ৮৭২)। আর বোলারদের মধ্যে শীর্ষে দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির (রেটিং পয়েন্ট ৭৪৩)। দুইয়ে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। তাঁর রেটিং পয়েন্ট ৭২৯।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *