প্রতিবেদন

দেশে ভোটার ৯ কোটি ৬২ লাখ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয়ভাবে প্রকাশিত তালিকা অনুযায়ী দেশের বর্তমান ভোটার সংখ্যা ৯ কোটি ৬১ লাখ ৯৮ হাজার ৬৫২। এর মধ্যে পুরুষ ভোটার ৪ কোটি ৮৪ লাখ ৫১ হাজার ৬৪২ জন, আর নারী ভোটার ৪ কোটি ৭৭ লাখ ৪৭ হাজার ১০ জন। পুরুষের চেয়ে নারী ভোটার কম ৭ লাখ ৪ হাজার ৬৩২ জন। গত বছরের ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রম শুরুর আগে সারাদেশে ভোটার ছিল ৯ কোটি ১৯ লাখ ৮০ হাজার ৫৩১ জন। নতুন অন্তর্ভুক্তিদের জাতীয় পরিচয়পত্র ছাপার পর বিতরণ করা হবে। হালনাগাদের আগে পুরুষ ভোটার ছিল ৫০.১৬ শতাংশ। আর মহিলা ভোটার ছিল ৪৯.৮৪ শতাংশ। কিন্তু হালনাগাদে নতুন ভোটারের সংখ্যার অনুপাত হচ্ছে পুরুষ ৫০.৩৭ ও মহিলা ৪৯.৬৩ শতাংশ। গত বছরের ১৫ মে থেকে ১৫ নভেম্বর পর্যন্ত তিন ধাপে সারাদেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিচালনা করা হয়। এতে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ৫৬ কোটি টাকা। এর আগে গত ১ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশের পরে ২ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত ভোটার তালিকার বিষয়ে দাবি-আপত্তি-সংশোধন ও স্থানান্তরের আবেদন করার সুযোগ দেয় ইসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *