নতুন ডিজি পেল খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের (এফপিএমইউ) নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সেলিম রেজা।
সোমবার (১৩ জুলাই) তাকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
সেলিম রেজাকে এর আগে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছিল। তিনি সেখানে যোগ দেননি।
অপরদিকে গত ৫ জুলাই খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এম বদরুল আরেফিনকে পদোন্নতি দিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।