নাগাল্যান্ড বিজেপি-জোটের, মেঘালয়ে কংগ্রেস-বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই
ভারতের তিন রাজ্যের নির্বাচনের ফলাফল ইতোমধ্যে চলে এসেছে। এর মধ্যে ২৫ বছরের বাম ক্ষমতার অবসানে ত্রিপুরায় ঐতিহাসিক জয় পেয়েছে বিজেপি। অন্যদিকে মেঘালয় নিয়ে চলছে টানটান উত্তেজনা। তবে নাগাল্যান্ডের ক্ষমতা বিজেপির হাতে গেল।
মেঘালয়ে বিজেপি এবং এনপিপি আলাদাভাবে লড়লেও একসঙ্গে সরকার গড়ার সমঝোতা হয়ে রয়েছে আগে। ভোট গণনার শুরুতে এই দুই দল মিলিয়ে প্রথমে ক্ষমতাসীন কংগ্রেসের থেকে অনেকটাই এগিয়ে ছিল। কিন্তু সময় যত এগোচ্ছে কখনও বিজেপি-এনপিপি জোটের চেয়ে অনেকটাই এগিয়ে যায় কংগ্রেস।
সবশেষ মেঘালয়ের ৬০ আসনের মধ্যে কংগ্রেস পেয়েছে ২১টি আসন, এনপিপি ১৫টি, বিজেপি ৬, অন্যান্য ১৭। সে হিসেবে কংগ্রেস একাই পেল ২১টি আসন, অন্যদিকে বিজেপি ও এনপিপির মিলিত আসনও ২১। সেক্ষেত্রে আসন সংখ্যা সমান সমান।
অন্যদিকে নাগাল্যান্ডে এখন ক্ষমতাসীন এনপিএফ (নাগা পিপলস ফ্রন্ট)। এখানেও প্রথমে এনপিএফকে টক্কর দিয়ে এগিয়ে ছিল বিজেপি-এনডিপিপি জোট। প্রাথমিক ফলাফলে এনডিপিপি ও বিজেপির মিলিট আসন ৩১টি। এনপিএফ পেয়েছে ২৪টি আসন আর কংগ্রেসের খাতায় শূন্য। অন্যান্য দল পেয়েছে ৫টি আসন।