প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটি : দেশবাসীর উদ্বেগ
গত ২৭ নভেম্বর ঢাকা থেকে হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করে। ওই দিন সকালে উড়োজাহাজটি হাঙ্গেরির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিল। প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭ ফ্লাইট (রাঙ্গা প্রভাত) বুদাপেস্ট যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির দরুন ডাইভার্ট হয়ে ল্যান্ডিং করে তুর্কমেনিস্তানের আশখাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে মেরামত শেষে উড়োজাহাজটির ত্রুটি সারার পর সেটি পুনরায় বুদাপেস্টের উদ্দেশে রওনা করে এবং নিরাপদে বুদাপেস্টে পৌঁছে।
হাঙ্গেরিতে চার দিন সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৩০ নভেম্বর দেশে ফিরেছেন।
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটির ঘটনায় দেশবাসীর মনে উদ্বেগ ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে উল্লিখিত ঘটনা তদন্তে ৩টি কমিটি গঠন এবং প্রাথমিকভাবে বাংলাদেশ বিমানের ৬ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।