জাতীয়

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিএবির ১৮ লাখ কম্বল

প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে প্রায় ১৮ লাখ কম্বল দিয়েছে ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার শেখ হাসিনার কাছে এসব কম্বল হস্তান্তর করা হয়।

মানবতার সেবায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে শীতার্ত মানুষের জন্য কম্বল দেওয়ায় ব্যাংক মালিকদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। ব্যাংক মালিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, “আপনারা মানবতার সেবায় ছুটে আসেন।”

উত্তরবঙ্গসহ দেশের যেসব এলাকায় শীতের তীব্রতা বেশি সেসব এলাকায় এই কম্বল বিতরণের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ছাড়াও ওই এলাকার ক্ষতিগ্রস্ত জনগণের মধ্যেও এই কম্বল বিতরণ করা হবে।

এর আগে, প্রধানমন্ত্রী বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের রাজনৈতিক কর্মসূচিতে পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ নিহতদের পরিবারকে আর্থিক অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। এছাড়াও তিনি সাম্প্রতিক সময়ে জঙ্গি হামলায় নিহতের স্বজনদেরও আর্থিক অনুদান দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *