প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৬ কোটি টাকা দিল বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ

করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৬ কোটি টাকা অনুদান দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মীর আসলাম উদ্দিন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন এবং  অধীনস্থ দফতর,  সংস্থা ও কোম্পানিগুলোর পক্ষ হতে অনুদান বাবদ প্রাপ্ত মোট ১৫ কোটি ৫৬ লাখ টাকা এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ ও এর অধীন দফতর, সংস্থা ও কোম্পানিগুলোর কর্মকর্তা- কর্মচারীদের একদিনের বেতন বাবদ প্রাপ্ত মোট ১ কোটি ৮ লাখ ২২ হাজার ৪৬৭ টাকা, অর্থাৎ সর্বমোট ১৬ কোটি ৬৫ লাখ ২২ হাজার ৪৬৭ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়া হয়েছে।

এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান এবং বিদ্যুৎ বিভাগের সচিব ড.সুলতান আহমেদ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদানের এই চেক গ্রহণ করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *