প্রধানমন্ত্রীর দুপুরের খাবারে যা ছিল
সার্কিট হাউসে বিশ্রাম শেষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সিলেট আলিয়া মাদরাসা মাঠে শুরু হয়েছে প্রধানমন্ত্রীর প্রথম নির্বাচনী সভা।
এর আগে তিনি হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরান (রহ.) ও গাজী বোরহান উদ্দিনের (রহ.) মাজার জিয়ারত করেন। এরপর মঙ্গলবার দুপুরে সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ শেষে বিশ্রাম নেন।
আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে ছিল, সবজি, করলা ভাজি, হাওরের কই, বোয়াল, সিং মাছ, রুই মাছ, গুড়ো মাছ, রসের পায়েস, দই আর সিলেটের সাত রঙের চা।
মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী সিলেটে এসে পৌঁছেন। এরপর তিনি হজরত শাহজালাল রহ., হজরত শাহপরান রহ. ও গাজী বোরহান উদ্দিনের মাজার জিয়ারত করেন। এর আগে প্রধানমন্ত্রী ১৪টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং অপর ২৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও আওয়ামী লীগের সিনিয়র নেতারা।