প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদকঃ-
এক ব্যতিক্রমী সংবাদ সম্মেলনে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণত প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন মানে প্রশ্নের ভাণ্ডার। সংবাদ সম্মেলনে সংবাদকর্মীদের ভিড় থাকে। বিভিন্ন মাধ্যমের সংবাদ কর্মীদের আমন্ত্রণ জানানো হয়। কিন্তু প্রধানমন্ত্রীর আজকের সংবাদ সম্মেলনে তাদের কাউকেই আমন্ত্রণ জানানো হয় নি। বরং টেলিভিশনে সরাসরি প্রচার করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের শুরুতেই গণমাধ্যম কর্মীরা যে কষ্ট করে কাজ করছেন সেজন্য তাদের ধন্যবাদ জানান এবিং প্রশংসা করেন। এরপর তিনি বলেন যে, এবার প্রশ্ন নিতে পারবো না। ভবিষ্যতে যখন মহামারী কাটবে তখন সবাইকে গণভবনে দাওয়াত দিয়ে প্রশ্নের দেওয়া হবে।