প্রিয় ছবি 1971 : কিশোর মুক্তিযোদ্ধা
বুলবুল ভাই আমার প্রতিবেশী। ভদ্রলোক বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেউকেটা টাইপের। কিন্তু আমাকে দেখলেই পালিয়ে বেড়ান, কারণ আমি তাকে ছবির জন্য জ্বালাই। যা তা ছবি নয়, মুক্তি যুদ্ধের ছবি। ফোনে তো আর পালাতে পারেন না। অবশেষে তিনি তার মেয়ে মারফত আমাকে একটা সিডি পাঠালেন। স্বপন নামে একজন ক্যামেরাম্যানের 12 টি স্ন্যাপ। উনি সম্ভবত যুদ্ধের সময় একটি মুক্তিযোদ্ধা দলের সঙ্গে ভিড়ে গিয়েছিলেন। সেখানেই আমার দৃষ্টি কাড়ে এই ছোট্ট কিশোরটি (সম্ভবত ওর নাম টুকু)। স্টেনগান নিয়ে ওর এই পোজটি যদি স্টান্টবাজি মনে হয়, তাহলে দেখুন মুক্তিবাহিনীর অস্ত্রসমর্পন অনুষ্ঠানে পুরো দলের হয়ে ওই নেতৃত্ব দিচ্ছে!