বঙ্গবন্ধু শুধু একটি নাম

বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা এক অবিচ্ছেদ্য ইতিহাসের অংশ-জাবি উপাচার্য

Home | আন্তর্জাতিক | বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা এক অবিচ্ছেদ্য ইতিহাসের অংশ-জাবি উপাচার্য

বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা এক অবিচ্ছেদ্য ইতিহাসের অংশ-জাবি উপাচার্য

মাহতাব উদ্দীন রবিন,জাবি প্রতিনিধি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, ১৭ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্মদিবস ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়েছে। এ উপলে সকাল সাড়ে সাতটায় উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জালি নিবেদন করেন। এ সময় উপাচার্যের সঙ্গে বিভিন্ন অনুষদের ডীন, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় সভাপতি ও ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর সকাল নয়টায় উপাচার্য জাবি স্কুল ও কলেজে বঙ্গবন্ধু ও স্বাধীনতা শীর্ষক রচনা প্রতিযোগিতা উদ্বোধন করেন। রচনা প্রতিযোগিতা উদ্বোধনকালে উপাচার্য বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা এক অবিচ্ছেদ্য ইতিহাসের অংশ। তাঁর সুযোগ্য নেতৃত্ব ও ঘোষণায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। তাঁর আত্মত্যাগ ও দেশপ্রেম বিশ্বদরবারে বাংলাদেশের মানুষকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে। তিনি ছিলেন বিশ্বের নিপীড়িত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর। তাঁর সমৃদ্ধ ও বর্ণাঢ্য জীবন ইতিহাস চর্চা করে আমরা নিজেরাই গৌরবান্বিত হবো।
রচনা প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।
গতকাল রাতে বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে গণজাগরণ মঞ্চের আয়োজনে জাতি-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন, ইউরোপীয় গণজাগরণ মঞ্চের অন্যতম সমর্থক পিটার কাস্টার ও চারুকলা বিভাগের সভাপতি ড. আফসার আহমদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *