বঙ্গবন্ধু শুধু একটি নাম নয় একটি প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে শুক্রবার প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, ফরিদগঞ্জ আসন থেকে দু’বার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী সাংবাদিক শফিকুর রহমান বলেছেন, ‘বঙ্গবন্ধু শুধু একটি নাম নয়, একটি প্রতিষ্ঠান। আমরা সে প্রতিষ্ঠানের একনিষ্ঠ কর্মী। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে অপশক্তি সেই প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিতে চেয়েছিল। কিন্তু তারা তাতে ব্যর্থ হয়েছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা সব ষড়যন্ত্রকে উড়িয়ে দিয়ে অপ্রতিরোধ্যভাবে এগিয়ে যাচ্ছে। পৌরসভা মাঠে আয়োজিত শোকসভা অনুষ্ঠানে ফরিদগঞ্জ পৌরসভা মেয়র মাহফুজুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারী, জেলা আইনজীবী সমিতির সভাপতি বিনয় ভূষণ মজুমদার, জেলা বিএমের সাবেক সভাপতি ডা. হারুনুর রশিদ সাগর, জসিম উদ্দিন পাটওয়ারী, মনোয়ার আলী, আমির আজম রেজা। বঙ্গবন্ধু গবেষণা পরিষদের জেলা সাধারণ সম্পাদক কামরুল হাসান সউদ ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন রতন সভায় পরিচালনা করেন।