“বঙ্গবন্ধু হত্যার কথা” জিয়াউর রহমান জানতেন

‘খুনি ফারুক রহমান এবং খুনি আব্দুর রশিদ’
দুই খুনিই স্পষ্টভাবে বলেছে “বঙ্গবন্ধু হত্যার কথা” জিয়াউর রহমান কেবল জানতেনই না, তার ডিরেক্ট সম্মতিই ছিল এই নিষ্ঠুর হত্যাকান্ডে।
———————-
“বিশ্বাসঘাতকতার এই ভয়ংকর ভিডিওটি নিজ চোখে দেখুন।”

‘খুনি ফারুক রহমান এবং খুনি আব্দুর রশিদ’ এই দুই মীরজাফরের নাম বাংলার মানুষের ভুলে যাওয়ার কথা না। বঙ্গবন্ধুকে পরিবারসহ ১৫ই আগস্ট এই দুই খুনির তত্ত্বাবধায়নে হত্যা করা হয়। এই দুই খুনির একটি সাক্ষাতকার নিয়েছিলেন সাংবাদিক ‘এন্থনি মাসকারানস।

দুই খুনিই স্পষ্টভাবে বলেছে “বঙ্গবন্ধু হত্যার কথা” জিয়াউর রহমান কেবল জানতেনই না, তার ডিরেক্ট সম্মতিই ছিল এই নিষ্ঠুর হত্যাকান্ডে। হত্যাকারীরা মুজিবকে হত্যার পর তার স্থানে জিয়াকে চায়, সেটাতে সায় দিয়েই জিয়া এই খুনিদেরকে Go ahead বলেছিলেন নির্দিধায় !

Leave a Reply

%d bloggers like this: