বাংলাদেশ-ভারতে পণ্যবাহী জাহাজ চালুর সিদ্ধান্ত
দীর্ঘ এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্যবাহী জাহাজ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) এ অনুমতি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ এর জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার।
তিনি বলেনে, চাহিদা অনুযায়ী এখন যে কোনো সময় দু’দেশের মধ্যে পণ্যবাহী জাহাজ চলাচল করতে পারবে।
এদিকে, গত ২৭ এপ্রিল পণ্যবাহী জাহাজ চালুর বিষয়ে সম্মতি জানিয়ে বাংলাদেশকে চিঠি দিয়েছে ভারত। এর পরই বাংলাদেশের পক্ষ থেকে জাহাজ চালুর প্রক্রিয়া শুরু করা হয়। তবে, করোনাভাইরাস রোধে পণ্যবাহী জাহাজ চলাচলে কিছু স্বাস্থ্যবিধি অনুসরণ করতে অনুরোধ করেছে ইনল্যান্ড ওয়াটারওয়েস অব ইন্ডিয়া (আইডব্লিউএআই)।