বিএনপি ধ্বংস করতে জানে, গড়তে জানে না: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি ধ্বংস করতে জানে, গড়তে জানে না। মঙ্গলবার সিলেটের সরকারি আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছি। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের পর সরকার গঠন করে পাঁচ বছরে আমরা পদার্পণ করেছি। সামনে আমাদের নির্বাচন।
শেখ হাসিনা বলেন, নৌকা মার্কায় আপনারা ভোট দিয়েছিলেন, বাংলার জনগণ ভোট দিয়েছিলেন। আজকে বাংলার গ্রামে গ্রামে উন্নয়নের ছোঁয়া পড়েছে।