বিরক্ত প্রধানমন্ত্রী!
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত বিভিন্ন জেলার সঙ্গে কথা বলছেন। তাদের অবস্থা শুনছেন। কিন্তু বিপত্তী হয় বিভিন্ন সময় স্থানীয় নেতারা লম্বা বক্তৃতা শুরু করেন। প্রধানমন্ত্রী শুনতে চান বিভিন্ন জেলার সমস্যার কথা। সে অনুযায়ী তিনি ব্যবস্থা নেবেন। কিন্তু লম্বা বক্তৃতায় সময় ক্ষেপন হয়। আজ এক জেলার আওয়ামী লীগের নেতা দীর্ঘক্ষণ ধরে কথা বলে যাচ্ছিলেন। প্রধানমন্ত্রী বারবার বলছিলেন, ‘আমি অন্য জেলার সঙ্গে কথা বলতে চাচ্ছি। বক্তৃতা সংক্ষেপ করতে হবে। আমি সমস্যার কথা শুধু শুনতে চাই।’
এক পর্যায়ে তিনি বিরক্ত হয়ে বলেন, ‘মাইক পেলেই লম্বা বক্তৃতা শুরু করে দেয় এক একজন। অন্যের কথা ভাবে না।’
এ সময় একজন স্থানীয় নেতা অসুস্থ বলে জানান একজন সংসদ সদস্য। প্রধানমন্ত্রী জানান, তাকে আমি চিনি। তিনি যে অসুস্থ তা আমি জানি।