মহল্লা ও গলিতে আড্ডার তথ্য জানান: র্যাব ডিজি
র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ননের (র্যাব) বাহিনীটির নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, অনর্থক ঘরের বাইরে ঘোরাফেরা বন্ধ নিশ্চিত করতে কাজ করছে র্যাব। পাড়া-মহল্লার অলি-গলিতে আড্ডার তথ্য থাকলে র্যাবকে জানানোর অনুরোধ করেছেন তিনি।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে চলমান করোনা পরিস্থিতি এবং রমজানের নিরাপত্তার বিষয়ে আয়োজিত অনলাইন ব্রিফিংয়ে তিনি এ অনুরোধ জানান।
র্যাব ডিজি বলেন, এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য আমরা সবাই কাজ করছি। এরপরও কিছু মানুষের মধ্যে অসচেতনতা দেখা যাচ্ছে। যেখানে জনসাধারণের অনর্থক আড্ডার তথ্য পাবো, আমাদের মোবাইল টিমগুলো সেখানেই ডাইভার্ট করা হবে। কারো কাছে কোনো তথ্য থাকলে আমাদের জানান, যেন মোবাইল টিমগুলো সেদিকে ডাইভার্ট করতে পারি।
তিনি বলেন, করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা পালন করে যাচ্ছি। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আমাদের টহল অব্যাহত আছে। নিরাপদ শারীরিক দূরত্ব নিশ্চিত করতে এ পর্যন্ত দেশব্যপী ৩৫৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।