মুক্তিযুদ্ধের প্রিয় ছবি : পিপাসায় জল
’71 সালে গুটিকয় রাজাকার-আলবদর-জামাত বাদে গোটা দেশ যুদ্ধ করেছে। কেউবা অস্ত্র হাতে, কেউ বা গেরিলাদের আশ্রয় দিয়ে, উপোস থেকে খাইয়ে, কেউবা স্রেফ জায়নামাজে হাত তুলে দোয়া করে। ছবিটিতে একজন পিপাসার্তমুক্তিযোদ্ধাকে জল খাওয়াচ্ছেন একজন পল্লী নারী। এই জলটুকুর সঙ্গে কী প্রাণভরা আশীর্বাদও পান করলেন না আমাদের ওই বীর সেনা!