মুক্তিযুদ্ধের বিজয় মুহুর্ত – ১৬ ডিসেম্বর ১৯৭১ । ই-সংকলনের প্রকাশ উপলক্ষ্যে এই ভিডিওটি ইউটিউবে আপলোড করলাম ।
অনেক দিন পরে ব্লগে লিখছি । আশা করি ব্লগ বন্ধুরা সবাই ভালো আছেন । আমাদের মুক্তিযুদ্ধের উপর ব্লগারদের লেখাগুলি নিয়ে একটি ই-সংকলন প্রকাশ হতে যাচ্ছে সম্ভবত: আজই । চমৎকার এই উদ্যোগটির জন্য যারা জড়িত ছিলেন তাদের ধন্যবাদ । এই ই-সংকলনের প্রকাশ উপলক্ষ্যে আজ প্রথমবারের মত ইউটিউবে একটি ভিডিও আপলোড করলাম যেটিতে ১৯৭১ এ আমাদের বিজয় মুহুর্ত এবং পাক হানাদার বাহিনীর আত্মসমর্পনের দৃশ্য আছে ।
ভিডিওটির নাম দিয়েছি The Victory – 1971. Emergence of Independent Bangladesh. এটি যতনা পাক বাহিনীর আত্মসমর্পন তার চাইতে আমাদের জাতির জীবনের সবচাইতে আনন্দঘন মুহুর্ত । এই ভিডিওটি উৎসর্গ করলাম সামহোয়্যারইন এর মুক্তিযুদ্ধ নিয়ে লেখালিখি করা সকল ব্লগারকে যারা তাদের মুল্যবান সময় ইতিহাস ধরে রাখার কাজে ব্যয় করছেন ।
বি : দ্র : ভিডিওটি অনলাইন থেকে সংগ্রহ করে সামান্য কিছুটা এডিট করা ।