মুক্তিযোদ্ধা দিবসে মুক্তিযোদ্ধাদের

১লা ডিসেম্বর একটি বিশেষ দিন। এদিনকে আনুষ্ঠানিকভাবে মুক্তিযোদ্ধা দিবস বলে মানা হয়। অনানুষ্ঠানিক মানে সরকারী স্বীকৃতি মেলেনি। অবহেলিত মুক্তিযোদ্ধারা আর একটা বিশেষ দিনের স্বীকৃতি নিয়ে কত আর মন খারাপ করবেন। তারপরও দিনটির শ্রদ্ধাতে সিরিজ কিছু ভিডিও ফুটেজ আপলোড করলাম। আমার পিসির শরীর আজ আমারই মতো খারাপ। তাই দুই পর্বে দিতে বাধ্য হচ্ছি। এই পোস্ট মুক্তিযুদ্ধের প্রতিটি মুক্তিযোদ্ধাকে উৎসর্গ

১. এই ফুটেজ একটি মুক্তিযোদ্ধা ট্রেনিং ক্যাম্পের। জাতীয় সঙ্গীত গাইছেন আমাদের মুক্তিযোদ্ধারা।

২. মুক্তিযোদ্ধাদের ট্রেনিং

৩. মুজিব নগরে মুক্তিযোদ্ধাদের শপথ করাচ্ছেন খালেদ মোশাররফ

Leave a Reply

%d bloggers like this: