মৌলভীবাজার-৩ উপনির্বাচন: সায়রা মহসিনকে নির্বাচিত ঘোষণা
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের উপনির্বাচনে প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর স্ত্রী সৈয়দা সায়রা মহসিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই উপনির্বাচনে তিনি ছাড়া বাকি চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। গত ২২ নভেম্বর ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এসএম এজহারুল হক ২৩ নভেম্বর সৈয়দা সায়রা মহসিনের নির্বাচিত হওয়ার ঘোষণা দেন। গত ১৪ সেপ্টেম্বর সাবেক সমাজকল্যাণমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে এই আসনটি শূন্য হয়।