প্রতিবেদন

যুদ্ধাপরাধীদের বিচার : ৭ বছরের সালতামামি

*     ২৯ জানুয়ারি জাতীয় সংসদে যুদ্ধাপরাধীদের বিচার সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়।
*     ৬ জুলাই মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করতে ১৯৭৩ সালের আইন সংশোধনের সিদ্ধান্ত নীতিগতভাবে অনুমোদন করা হয়।
*     ৮ জুলাই ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংশোধনের জন্য ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) আইন-২০০৯’ বিল সংসদে উত্থাপন করা হয়।
*     ৯ জুলাই একাত্তরের যুদ্ধাপরাধের বিচারের লক্ষ্যে জাতীয় সংসদে উত্থাপিত বিল পাস হয়।

২০১০
*     ২৫ মার্চ যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেল গঠন করা হয়।
*     ২৯ জুন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ গ্রেফতার হন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মুজাহিদকে আটক করা হয়।
*     ২৯ জুন যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীকে গ্রেফতার করা হয়।
*     ১৪ নভেম্বর সাকা চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
*     ১৬ ডিসেম্বর সাকা চৌধুরী গ্রেফতার হন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাকে আটক করা হয়।

২০১২
*     ৯ জানুয়ারি জামাতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়ে বিচার শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
*     ১৬ জানুয়ারি আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়।
*     ৪ এপ্রিল সাকার বিরুদ্ধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গঠন করা হয়, ২৩টি অভিযোগ।
*     ২৮ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার বিরুদ্ধে একাত্তরে হত্যা, গণহত্যাসহ সুনির্দিষ্ট মানবতাবিরোধী অপরাধের ৬টি অভিযোগ গঠন করে আদেশ দেন।
*     ২৮ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বাংলাদেশ জামাতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে একাত্তরে হত্যা, গণহত্যা, বুদ্ধিজীবী হত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের ১৬টি অভিযোগ গঠন করে আদেশ দেন।
*     ২১ জুন আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ৭টি অভিযোগ গঠন করা হয়।
*     ২৬ আগস্ট আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
*     ২৩ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সুবহানকে আটক করেন আদালত।

২০১৩
*     ২১ জানুয়ারি গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে জামাতে ইসলামীর নেতা আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের বিরুদ্ধে মৃত্যুদ-ের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
*     ৫ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় জামাতে ইসলামীর সহকারী জেনারেল আবদুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদ- প্রদান করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
*     ২৮ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধের সময় মানবতার বিরুদ্ধে অপরাধ করার দায়ে জামাতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদ- প্রদান করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
*     ৯ মে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানকে মৃত্যুদ- দেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২।
*     ১৭ জুলাই একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে সাংবাদিক, শিক্ষকসহ বুদ্ধিজীবী হত্যা এবং সাম্প্রদায়িক হত্যা-নির্যাতনের দায়ে মুজাহিদকে মৃত্যুদ- প্রদান করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
*     ১৮ জুলাই এটিএম আজহারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।
*     ৫ সেপ্টেম্বর হত্যা, নারী নির্যাতন, অগ্নিসংযোগ ও লুণ্ঠনের ১৪টি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করে মীর কাশেম আলীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।
*     ১৫ সেপ্টেম্বর সুবহানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ৯টি অভিযোগসহ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। ১৯ সেপ্টেম্বর অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।
*     ১ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের মামলায় সাকা চৌধুরীকে মৃত্যুদ-াদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
*     ৯ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আলীমকে পর্যন্ত কারাগারে থাকার সাজা দিয়ে রায় ঘোষণা করেন।
*     ২৯ অক্টোবর সাকা চৌধুরীর মৃত্যুদ-াদেশের বিরুদ্ধে সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আপিল দাখিল করা হয়।
*     ১০ নভেম্বর ট্রাইব্যুনালে কায়সারের বিরুদ্ধে ২ হাজার ৪৪৭ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউটর। ১৪ নভেম্বর সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।
*     ৩১ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধে সুবহানের বিরুদ্ধে ৯টি অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়।

২০১৪
*     ২৯ এপ্রিল জাতীয় পার্টির নেতা সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবদুল জব্বারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা।
*     ১১ জুন ভোরে বাগেরহাট জেলার কচুয়া উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের সোলারকোলা গ্রামের বাড়ি থেকে আবদুল লতিফ তালুকদারকে (৭৫) গ্রেফতার করে ঢাকায় নিয়ে আসা হয়। পরদিন ১২ জুন ট্রাইব্যুনালে হাজির করা হলে শুনানি শেষে আবদুল লতিফ তালুকদারকে কারাগারে পাঠিয়ে দেন ট্রাইব্যুনাল।
*     ২০ জুন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আকরাম খানকে রাজশাহী থেকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে।
*     ১৭ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলার সাজাপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদ- দেন আপিল বিভাগ।
*     ২৩ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত গণহত্যার মাস্টারমাইন্ড গোলাম আযমের মৃত্যু।
*     ২৯ অক্টোবর একাত্তরের মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বুদ্ধিজীবী হত্যাকা-ের নীলনকশা বাস্তবায়নকারী গুপ্তঘাতক আলবদর বাহিনীর প্রধান মতিউর রহমান নিজামীকে মৃত্যুদ- দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
*     ২ নভেম্বর একাত্তরে মুক্তিযুদ্ধকালে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রামের কুখ্যাত গুপ্তঘাতক আলবদর বাহিনীর প্রধান ও জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীকে মৃত্যুদ-ের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
* ৩ নভেম্বর একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদ- বহাল রাখেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
*     ২ ডিসেম্বর যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিতর্কিত মন্তব্য করায় আদালত অবমাননার দায়ে বার্গম্যানকে জরিমানা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। সাজা হিসেবে রায় ঘোষণার দিন তাকে ট্রাইব্যুনালে পুরোটা সময় দাঁড়িয়ে থাকতে হয়। সেই সাথে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় ১৯ ডিসেম্বর উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয় ৫০ নাগরিক।
*     ১১ ডিসেম্বর একাত্তরে ৩টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মাহিদুর রহমান ও মো. আফসার হোসেন চুটুর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।
*     ৩০ ডিসেম্বর জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের ফাঁসির রায়ের পর ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি হরতাল করে জামাত। সেই সময় রায়ের প্রতিক্রিয়ায় বিবৃতি দিয়ে ট্রাইব্যুনালের বিচার নিয়ে বিভিন্ন বিরূপ মন্তব্য করে জামাত-শিবিরের শীর্ষ নেতারা।

২০১৫
*     ১২ জানুয়ারি যুদ্ধাপরাধ মামলায় আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল ডাকায় এবং রায় নিয়ে বিরূপ মন্তব্য করায় জামাত আমিরসহ পাঁচ নেতা এবং এক আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন ট্রাইব্যুনাল।
*     ২৭ জানুয়ারি আদালত অবমাননার দায়ে সাজাপ্রাপ্ত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের বিষয়ে বিবৃতিদাতাদের মধ্যে ১৪ জন তাদের বিবৃতির জন্য নিঃশর্ত ক্ষমা চান।
*     ১০ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দুই আসামি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের কুমুরশামা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান বড় মিয়া ও তার ছোট ভাই বর্তমান ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান আঙ্গুর মিয়াকে গ্রেফতার করে হবিগঞ্জ গোয়েন্দা পুলিশ।
*     ১৮ ফেব্রুয়ারি একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে জামাতে ইসলামীর নায়েবে আমির আবদুস সুবহানকে ফাঁসির আদেশ দেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২।
*     ১৮ ফেব্রুয়ারি কামারুজ্জামানের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। ৫ মার্চ রায় পুনর্বিবেচনা চেয়ে রিভিউ আবেদন দায়ের করেন কামারুজ্জামান।
*     ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ জানিয়ে বিবৃতিদাতা ৪৯ জনের মধ্যে ১৫ জনকে ক্ষমা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ১৫ আইনজীবীর মাধ্যমে নিঃশর্ত ক্ষমা চান।
*     ২৪ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের দায়ে জাতীয় পার্টির সাবেক ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য পলাতক ইঞ্জিনিয়ার আবদুল জব্বারকে আমৃত্যু কারাদ-াদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। হত্যা-গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন, ধর্মান্তরিতকরণ এবং বাড়িঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগের ৫টি অভিযোগে এই দ-াদেশ দেওয়া হয়।
*     ১ মার্চ কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মহেশখালীতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মোহাম্মদ রশিদকে গ্রেফতার করা হয়।
*     ২ মার্চ একাত্তরে যুদ্ধাপরাধের ছয় অভিযোগে নেত্রকোনার মো. ওবায়দুল হক ওরফে আবু তাহের ও আতাউর রহমান ননীর বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
*     ৩ মার্চ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার জামালপুরের অ্যাডভোকেট মোহাম্মদ শামসুল হক ও এসএম ইউসুফ আলীকে কারাগারে পাঠান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
*     ৬ এপ্রিল মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামাত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
*     ১১ এপ্রিল একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদ-ে দ-িত জামাত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর করা হয়।
*     ১৯ এপ্রিল একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামালপুরের আট রাজাকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছেন প্রসিকিউশন।
*     ১২ মে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় যশোরে ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
*     ৯ জুন মানবতাবিরোধী অপরাধের দায়ে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় কিশোরগঞ্জের তাড়াইল থানার রাজাকার কমান্ডার পলাতক সৈয়দ মো. হাসান আলী ওরফে হাছেন আলীকে মৃত্যুদ-াদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
*     ১৬ জুন একাত্তরে বুদ্ধিজীবী হত্যার দায়ে মৃত্যুদ-াদেশপ্রাপ্ত জামাত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি (মৃত্যুদ-) বহাল রাখেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
*     ৭ জুলাই একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় কিশোরগঞ্জের নিকলি থানার সৈয়দ মোহাম্মদ হোসাইন ও মোহাম্মদ মোসলেম প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
*     ১৬ জুলাই একাত্তরের মুক্তিযুদ্ধের সময় হত্যা ও ধর্ষণের দায়ে পটুয়াখালীর রাজাকার ফোরকান মল্লিককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- প্রদান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
*     ২৯ জুলাই একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনাল কর্তৃক হত্যা ও গণহত্যার দায়ে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদ- বহাল রাখেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
*     ১২ আগস্ট একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় নেত্রকোনার পূর্বধলা উপজেলা থেকে আবদুর রহমান ও আহমদ আলীকে গ্রেফতার করে পুলিশ।
*     ১২ আগস্ট একাত্তরের মুক্তিযুদ্ধের সময় হত্যা-গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন এবং শতাধিক বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের কসাই রাজাকার কমান্ডার শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারকে মৃত্যুদ- ও খান আকরাম হোসেনকে আমৃত্যু কারাদ- প্রদান করেন ট্রাইব্যুনাল।
*     ২১ আগস্ট মানবতাবিরোধী অপরাধ মামলায় সাতক্ষীরা জেলা জামাতে ইসলামীর আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মওলানা আবদুল খালেক ম-লকে শোন-অ্যারেস্টের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল।
*     ৭ সেপ্টেম্বর পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের সলেমান মৃধা, গনি হাওলাদার, আউয়াল মৌলভী, ইসাহাক সিকদার ও সত্তার প্যাদ এই পাঁচ যুদ্ধাপরাধীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।
*     ৮ সেপ্টেম্বর একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় যশোরের সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেনসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার আসামিরা হলেনÑ মো. সাখাওয়াত হোসেন, বিল্লাল হোসেন, মো. আকরাম হোসেন, ওজিহার মোড়ল, মো. ইব্রাহিম হোসেন, শেখ মো. মজিবুর রহমান, মো. আবদুল আজিজ সরদার, আজিজ সরদার, কাজী ওহিদুল ইসলাম, লুৎফর মোড়ল, আবদুল খালেক মোড়ল ও মশিয়ার রহমান।
*     ২৯ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দুই সহোদর মহিবুর রহমান বড় মিয়া ও মুজিবুর রহমান আঙ্গুর মিয়া এবং তাদের চাচাতো ভাই আবদুর রাজ্জাকের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
*     ১ অক্টোবর একাত্তরের মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যু পরোয়ানায় জারি করেন আদালত।
*     ১ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের ত্রিশালের জাতীয় পার্টির এমপি আবদুল হান্নানকে গ্রেফতার করে পুলিশ।
*     ৫ অক্টোবর মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নোয়াখালীর রাজাকার আমির আহম্মদ ওরফে আমির আলীকে (৬৯) গ্রেফতার করে পুলিশ।
*     ১৩ অক্টোবর আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন করেছেন সালাউদ্দিন কাদের চৌধুরী।
*     ২৬ অক্টোবর একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় জামালপুরের অ্যাডভোকেট সামসুল হকসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
*     ২৭ অক্টোবর একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহের ত্রিশালের জাতীয় পার্টির সাবেক এমপি আনিসুর রহমান মানিকসহ পাঁচজনের বিরুদ্ধে এবং হবিগঞ্জে তৎকালীন পূর্ব পাকিস্তান নেজামে ইসলামী পার্টির কেন্দ্রীয় নেতা মাওলানা মো. সফি উদ্দিনসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
*     ২৮ অক্টোবর মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদ- পাওয়া সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মুহাম্মদ মুজাহিদকে বিচার প্রক্রিয়া থেকে মুক্তি চেয়ে বিবৃতি দেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
*     ১৮ নভেম্বর জামাতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে দেওয়া মৃত্যুদ-ের রায় পুনর্বিবেচনার জন্য (রিভিউ) আনা আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ।
*     ১৮ নভেম্বর এক বিবৃতিতে জামাতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ এবং বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় ঠেকাতে পাকিস্তানকে সরব হওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তান জামাত-ই-ইসলামের আমির সিরাজুল হক।
*     ২১ নভেম্বর দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদ-প্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলবদর কমান্ডার জামাত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করা হয়।
*     ২৬ নভেম্বর মানবতাবিরোধী অপরাধে মৌলভীবাজারের মাওলানা আকমল আলী তালুকদারকে (৭৩) গ্রেফতার করে পুলিশ।
*     ২৬ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জের সাবেক সংসদ সদস্য (এমপি) জামাত নেতা আবদুল আজিজসহ (৬৫) ছয়জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।
*     ২ ডিসেম্বর যুদ্ধাপরাধের মামলায় দোষ স্বীকার করে মৃত্যুদ-প্রাপ্ত জামাতের আমির মতিউর রহমান নিজামীর সাজা কমানোর আবেদন করেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
*     ৯ ডিসেম্বর একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মাওলানা এএসএম রেজাউল হক (৭০) ওরফে আক্কাস মৌলভীকে গ্রেফতার করে পুলিশ।
*     ১০ ডিসেম্বর একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মো. ইউসুফ আলী ওরফে একেএম ইউসুফ আলমকে (৫৮) আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)। ১৩ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
*     ২৩ ডিসেম্বর একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় পার্টির নেতা যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেনসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
*     ২৮ ডিসেম্বর ময়মনসিংহে জাতীয় পার্টির (জাপা) সাবেক সংসদ সদস্য আনিসুর রহমানসহ ১২ জনের বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা হয় ময়মনসিংহের বিচারিক আদালতে।
*     ২৯ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের সৈয়দ মো. হুসাইন ও মোহাম্মদ মোসলেম এ দুজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ।
২০১৬
*     ৬ জানুয়ারি মুক্তিযুদ্ধের সময় দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবী হত্যাকা-ের নীলনকশা বাস্তবায়নকারী আলবদর বাহিনীর প্রধান মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল রাখেন আপিল বিভাগ।
*     ৬ জানুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের এমদাদুল হক ওরফে টাক্কাবালীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
*     ৭ জানুয়ারি একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের সৈয়দ মো. হুসাইন ও মোহাম্মদ মোসলেম প্রধানের বিরুদ্ধে ৬টি অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।
*     ৭ জানুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের এমদাদুল হক ওরফে টাক্কাবালীকে গ্রেফতার করা হয়।
*     ১২ জানুয়ারি একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদ-প্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় পুনর্বহাল চেয়ে রাষ্ট্রপক্ষ রিভিউ আবেদন করে।
*     ১৮ জানুয়ারি একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নোয়াখালী জেলার সুধারাম থানার পলাতক আসামি আবুল কালাম মনসুর ওরফে একেএম মনসুরকে গ্রেফতারের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
*     ১৯ জানুয়ারি একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আসামি পাঁচজন হলেনÑ শামসুল হোসেন তরফদার, মোবারক মিয়া, নেসার আলী, ইউনুস আহমেদ এবং ওজায়ের আহমেদ চৌধুরী।
*     ২ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে নেত্রকোনোর দুই রাজাকার ওবায়দুল হক ওরফে তাহের ও আতাউর রহমান ওরফে ননীকে ফাঁসির দ- দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
*     ৭ ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কালীরবাজার ও কানিহারিতে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা ও নির্যাতনের অভিযোগে জাতীয় পার্টির কারাবন্দি এমপি আবদুল হান্নান ও সাবেক এমপি রাজাকার কমান্ডার আনিসুর রহমান মানিকসহ ২৫ জনের বিরুদ্ধে ময়মনসিংহের আদালতে মামলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *