যুবককে উল্টো করে ঝুলিয়ে পেটানোর ভিডিও ভাইরাল

নওগাঁ জেলার পত্মীতলার আকবরপুর ইউনিয়ন পরিষদের সামনে এক যুবককে বেধড়ক পেটানো হয়েছে। আদনান রহমান নামে এক ব্যক্তি পেটানোর ভিডিও ফেসবুকে ছাড়ার পর তা ভাইরাল হয়েছে।
আদনান রহমান ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখেন- ‘শুক্রবার নওগাঁ জেলার পত্মীতলার আকবরপুর ইউনিয়ন পরিষদের সামনে এভাবেই বেধড়ক পেটানো হয় পকেটমারকে। আইনের হাতে তুলে না দিয়ে এভাবে অমানুষের মতো পেটানো কখনোই যুক্তিসংগত হতে পারে না।’
ভিডিওতে দেখা যায়, ওই যুবককে প্রথমে দুই পা বাঁধেন এক ব্যক্তি। তার পর দুই পায়ের মাঝ দিয়ে বাঁশ ঢুকিয়ে দেয়া হয়। এর পর ওই যুবককে উল্টো করে ঝুলিয়ে দুই ব্যক্তি উঁচু করে ধরেন রাখেন। আরেক ব্যক্তি লাঠি দিয়ে পেঠাতে থাকেন। এক পর্যায়ে ওই যুবক পা জড়িয়ে ধরেন। কিন্তু তার পরও ওই ব্যক্তি পেটাতে থাকেন।

Leave a Reply

%d bloggers like this: