রাজবাড়ীতে একজনই ফকির, জানালেন প্রধানমন্ত্রী
রাজবাড়ী জেলায় একজনই ফকির আছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার রাজবাড়ী জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি বলেন, রাজবাড়ি তো রাজার বাড়ি। সেখানে সবাই রাজা। একজনই শুধু ফকির আছেন সেখানে। তিনি হলেন ফকির আব্দুল জব্বার। রসিকতা করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
ফকির আব্দুল জব্বার হলেন রাজবাড়ী জেলাপরিষদের চেয়ারম্যান। আজ প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে করোনা পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। এ সময় তার নাম নিয়ে খানিকটা রসিকতা করেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত যে, প্রধানমন্ত্রী আজ ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার সঙ্গে ভিডিও কনফারেন্স কথা বলছেন। এসব জেলার সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আজ পর্যায়ক্রমে মতবিনিময় করছেন প্রধানমন্ত্রী। জেলাগুলোর করোনাভাইরাস পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নিচ্ছেন তিনি।